গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত দুই যুবক ও দুই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন— উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), বিবিসি মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০) এবং তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী ভাই ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশে নেই। তাদের অনুপস্থিতিতে স্ত্রী ইয়ামিন বেগম ও আরফিনা বেগম নিয়মিত বাবার বাড়িতে থাকতেন। এ সময় তাদের সঙ্গে স্থানীয় যুবক মারুফ ও আলমগীরের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
ঘটনার দিন রাতে ওই দুই নারী বাড়িতে যুবকদের প্রবেশ করান। স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন মিলে বাড়ি তল্লাশি চালান। পরে খাটের নিচ থেকে মারুফ ও ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রতিবেশী বলেন, “সন্ধ্যার পর থেকে বাড়ির চারপাশে অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করি। রাত ১১টার দিকে দুই যুবককে ঘরে ঢুকতে দেখি। সন্দেহ হলে প্রতিবেশীদের ডেকে তল্লাশি চালাই। পরে লুকিয়ে থাকা অবস্থায় দুজনকে ধরা হয়।” তবে ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে চারজনকেই রশি দিয়ে বেঁধে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে অপমান করেন।
রামজীবন ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল সরকার জানান, গ্রাম্য পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে পুলিশ গিয়ে চারজনকেই থানায় নিয়ে যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”
বিশেষজ্ঞরা মনে করেন, প্রবাসী পরিবারে স্বামী-স্ত্রীর দীর্ঘ দূরত্বের কারণে অনেক সময় সামাজিক ও পারিবারিক সংকট তৈরি হয়। এই ঘটনার মতো অনৈতিক সম্পর্ক শুধু ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক ও সামাজিক ভারসাম্যকেও নষ্ট করে দেয়।
Leave a comment