গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউন, ৮টি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় আগুনের সূত্রপাত হয়।
ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক জানান, হঠাৎ তার গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও একটি বাসায় ছড়িয়ে পড়ে।
কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি এবং চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সোয়া ৮টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ঝুট কাপড়, কার্টুন, ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল ও বাসার আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
Leave a comment