প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তী প্রশাসন কর্তৃক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://dcuadmission.org থেকে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ এবং কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন বা প্রয়োজনে ফলাফল বাতিল করার ক্ষমতা রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এর মধ্যে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
ভর্তি সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র ভর্তির সুযোগ পাবে। অন্যদিকে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শুধুমাত্র ছাত্রী ভর্তি হতে পারবে। বাকি চারটি কলেজে ছাত্র ও ছাত্রী উভয়ের ভর্তির সুযোগ থাকবে।
ভর্তি পরীক্ষায় কোটা প্রাপ্ত শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর থাকতে হবে। কোটার আওতায় মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ এবং হিজড়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
ফলাফল প্রকাশের পর থেকে পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই ইতোমধ্যে পছন্দের বিষয় এবং কলেজ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, সঠিক স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন সংযোজন। বৃহৎ আসনসংখ্যা এবং রাজধানীকেন্দ্রিক শিক্ষার সুযোগ শিক্ষার্থীদের কাছে এটিকে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে তুলে ধরেছে। ভর্তি প্রক্রিয়া শেষ হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করবে।
Leave a comment