পটুয়াখালীর মহিপুরে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুর ও পূর্ব আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ডাকাতচক্রটি প্রথমে স্বেচ্ছাসেবক দলের মহিপুর থানা শাখার সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাসায় প্রবেশ করে। মিলন তখন চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ফাঁকা বাড়িতে ঢুকে তারা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে, যার মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা।
একই রাতে পূর্ব আলীপুর গ্রামের আবুল হোসেন খানের বাড়িতে ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে। স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে তারা ৬ আনা স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা লুট করে।
অপরদিকে মহিউদ্দিনের বাসায় ডাকাতরা সিঁধ কেটে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ২,৫০০ টাকা লুট করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment