পঞ্চগড়ে আবারও সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি শিশুর প্রাণ। বালুভর্তি ট্রাকের চাপায় রাকিব (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এ ঘটনায় তার খালাতো ভাই শাকিল ইসলাম (১৪) আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই ইউনিয়নের অমরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে দোমনি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাকিব তার খালাতো ভাই শাকিলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে লাঠুয়াপাড়া এলাকায় একটি বালুভর্তি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায় শাকিল। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাকিব। পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মুন্না সরকার জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” রাকিবের পরিবারে নেমেছে শোকের ছায়া। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এই শিশুটি পরিবারের একমাত্র ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষক মহিবুল ইসলাম বলেন, “রাকিব ছিল অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত শিশু। স্কুলের সবাই তাকে ভালোবাসত। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” বাংলাদেশে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। জাতীয় ও স্থানীয় সড়কগুলোতে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের বেপরোয়া গতি, এবং যথাযথ নজরদারির অভাব এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর দেশে গড়ে পাঁচ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
Leave a comment