Home জাতীয় অপরাধ চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
অপরাধ

চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মো. রিহান মহিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায়।

নিহত রিহান ওই এলাকার মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রিহান তাঁর বন্ধুদের নিয়ে নগর থেকে বাড়ি ফিরছিল। ভোর তিনটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে সাত থেকে আটজন যুবক তাঁদের চোর আখ্যা দিয়ে ধাওয়া করে। এসময় কিশোররা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে টেনে বের করে সেতুর ওপর নিয়ে আসা হয়। পরে তিনজনকে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয়। ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ‘এটি সরাসরি চোর সন্দেহে গণপিটুনি নয় বলে মনে হচ্ছে। নিহত ও আহতরা একই গ্রামের বাসিন্দা, আর হামলাকারীরাও সেখানকারই যুবক। পূর্বের কোনো বিরোধ বা শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে।’ তিনি আরও জানান, পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই নৃশংস ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, কিশোরদের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ ছিল না, বরং পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। নিহত রিহানের পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একই পরিবারের দুই বোন পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই দুর্ঘটনা...

আজ ১৯ আগস্ট- কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে?

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, আর সেই সঙ্গে তৈরি হয় ইতিহাসের নানা অধ্যায়। মানবসভ্যতার পথচলায় যুক্ত হয় অসংখ্য ঘটনা, মনীষী কিংবা সাধারণ মানুষের...

Related Articles

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ...

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭...

ঢাকায় ট্রাফিক অভিযান, এক দিনে ২ হাজারের বেশি মামলা দায়ের

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।...

কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ডা. দীপু মনি

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ...