ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাকিব ইসলাম (১৩)। সে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিব গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে পাঁচ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, রাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে নেমে পুলিশ অটোরিকশার সরঞ্জামসহ দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিহরপুর গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
হঠাৎ সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন রাকিবের বাবা-মা। গ্রামের মানুষ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
রাকিবের বাবা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমার ছেলেটি খুবই পরিশ্রমী ছিল। ছোট বয়সেই অটোরিকশা চালিয়ে সংসারে সাহায্য করত। কিছু মানুষ তাকে ফাঁদে ফেলে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।”
ঠাকুরগাঁও জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হত্যার পেছনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a comment