Home জাতীয় অপরাধ ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক

Share
Share

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাকিব ইসলাম (১৩)। সে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিব গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে পাঁচ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করল আইনশৃঙ্খলা বাহিনী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, রাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তে নেমে পুলিশ অটোরিকশার সরঞ্জামসহ দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিহরপুর গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

হঠাৎ সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন রাকিবের বাবা-মা। গ্রামের মানুষ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

রাকিবের বাবা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমার ছেলেটি খুবই পরিশ্রমী ছিল। ছোট বয়সেই অটোরিকশা চালিয়ে সংসারে সাহায্য করত। কিছু মানুষ তাকে ফাঁদে ফেলে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।”

ঠাকুরগাঁও জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হত্যার পেছনে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাত থাকতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা...

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ি-বুড়িতলা এলাকায়...

Related Articles

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,...

ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ নেতার অব্যাহতি

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে দায়ের করা মামলায়, তদন্ত শেষে...

টাঙ্গাইলে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র সোয়া দুই ঘণ্টার ব্যবধানে ছেলের পর মারা গেছেন তার...

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫, দুজন আশঙ্কাজনক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫...