ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে হাজারো মানুষের মৃত্যুতে মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। নিহতের সংখ্যা এত বেশি যে কবরস্থানগুলো পূর্ণ হয়ে গেছে। বাধ্য হয়ে স্থানীয়রা হাসপাতালের আঙিনা, তাঁবুর পাশে কিংবা ধ্বংসস্তূপের ফাঁকা জায়গায় প্রিয়জনদের দাফন করছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই গাজার কবরস্থানগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন ইসরায়েলি বাহিনী সরাসরি কিছু কবরস্থানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে শুধু মৃত্যুর সংখ্যা বাড়ছে না, দাফনের ব্যবস্থাও চরমভাবে ব্যাহত হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, হত্যাযজ্ঞ বন্ধ করতে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। সর্বশেষ খসড়ায় ৬০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়। হামাস এতে সম্মতি জানিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে হামাসকে জীবিত ও মৃত মিলিয়ে ৫০ জন জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এই শর্তের কারণে প্রস্তাব কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে।
Leave a comment