গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বিকাশ এজেন্ট ও মনোহরির দোকানের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, সকালে গ্রামীণ সড়ক দিয়ে যাওয়া কয়েকজন পথচারী রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার দিলে আশপাশের মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কৌশলে ডেকে এনে হত্যা করে ওই স্থানে ফেলে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বেশ পরিচিত ও সামাজিকভাবে সক্রিয় ছিলেন।
এ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, অথবা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, নজরুলের কোনো শত্রু ছিল না। তবে ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেনের বিষয়গুলোও তদন্তে আসতে পারে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার ধরন ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
Leave a comment