ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল কমপ্লেক্সের একটি ভবনের ছাদ আংশিক ধসে পড়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় দরগা শরীফ পত্তে শাহ নামের এই স্থাপনায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ভবনের ভেতরে ইমামসহ ১৫–২০ জন ছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনটি সবুজ রঙের ছোট একটি স্থাপনা, যা খোলা প্রাঙ্গণের পাশে অবস্থিত এবং প্রায় ২৫–৩০ বছর পুরনো বলে ধারণা করা হচ্ছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তিনি ১৫৩০ সালে বাবা বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন। শের শাহ সুরির কাছে পরাজয়ের পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি, তবে মাত্র এক বছর পরই মৃত্যুবরণ করেন।
হুমায়ুনের সমাধি দিল্লির অন্যতম ঐতিহাসিক নিদর্শন, যা মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। ১৫৬৫ সালে তার প্রথম স্ত্রী বেগা বেগম এটির নির্মাণ শুরু করেন। ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত এই স্থাপনাটি ১৯৯৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায় ।
সূত্র: এনডিটিভি
Leave a comment