ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত থেকে রতন চন্দ্র সাহা (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কালিরবাজার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন চন্দ্র সাহা একই উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদ জানান, সকালে স্থানীয়রা কালিরবাজার রেললাইনের পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মনসুর আহাম্মদ বলেন, “পরিবারের সঙ্গে বুধবার (১৩ আগস্ট) রতনের কথা হয়েছিল। সে জানিয়েছিল, ২০ আগস্ট বাড়ি আসবে।” তিনি আরও জানান, ট্রেন থেকে পড়লে মানুষ যেমন আঘাত পায় ঠিক তেমনি তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তবে এটি হত্যা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রত্যক্ষদর্শী খোঁজা হচ্ছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকাবাসীর কাছে থেকে প্রাথমিক তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলে ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
বাংলাদেশে রেললাইনের পাশে দুর্ঘটনা বা রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নজরদারি ও সিসিটিভি স্থাপন এবং যাত্রীদের সচেতনতা বাড়ানো জরুরি।
Leave a comment