সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লুটপাট বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান জানান। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, “সিলেটের সাদা পাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”
তার এই বক্তব্যটি আসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওগুলোতে দেখা যায়, ভোলাগঞ্জের পাথর উত্তোলন এলাকায় অবাধে পাথর সংগ্রহ করা হচ্ছে। এতে ক্ষোভ জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোলাগঞ্জ এলাকায় শুরু হয় পাথর উত্তোলনের মহোৎসব। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এই লুটপাট চলছে বলে তাদের দাবি ।
পরিবেশবিদরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন স্পটটি ধ্বংস হয়ে যেতে পারে। তারা মনে করেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারও হারাবে বিপুল পরিমাণ রাজস্ব। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেলের পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাদা পাথর রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
Leave a comment