মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বড় ভাই আব্দুর রহিম রাফি (৩২) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তার ছোট ভাই আব্দুল করিম (২৮)। সোমবার (১১ আগস্ট) আদালতে তিনি হত্যার ঘটনা স্বীকার করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আব্দুর করিম ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই রাফিকে একাধিকবার কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয় তার।
পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই করিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যার কারণ – পারিবারিক বিরোধ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনের সব কারণ উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয়দের মতে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, যা শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।
Leave a comment