Home জাতীয় ভিন্নমতকে সহ্য ও সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি- আমীর খসরু
জাতীয়রাজনীতি

ভিন্নমতকে সহ্য ও সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি- আমীর খসরু

Share
Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভিন্নমতকে সহ্য ও সম্মান করা । তার মতে, কথা বলার স্বাধীনতা বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ বক্তব্য দেন। সংলাপটি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আমীর খসরু বলেন, “স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। তিনি সংঘাতমুখী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান জানান এবং বলেন, “বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শুনে সহ্য করা এবং তার মতকে সম্মান দেওয়া।”

তার মতে, যদি মানসিকতা পরিবর্তন না হয় তাহলে রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, “বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত নির্বাচন করেছে তারা ভালো ফল পেয়েছে; যারা দেরি করেছে, সেখানে অন্তঃকোন্দল বেড়েছে।”

বিএনপির এই নেতা মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, “ঐকমত্যের প্রচেষ্টা ইতিবাচক। আলাদা মতাদর্শ থাকলেও সবার এক জায়গায় আসা জরুরি। চাপিয়ে দেওয়া পরিবর্তন কখনো টেকসই হয় না।”

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকারের সময় বিনিয়োগ আসেনি, তবে এতে তাদের সরাসরি দোষ নেই। বিনিয়োগে বাংলাদেশ পিছিয়ে আছে। সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াল লিবারেলিজম ছাড়া অর্থনীতি এগোবে না।”

আমীর খসরু প্রস্তাব করেন, সরকারের অনেক দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। ট্রেড বডির হাতে গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে দিলে সরকার হালকা হবে এবং ফিজিক্যাল কন্ট্রাক্ট কমানো গেলে দুর্নীতি হ্রাস পাবে। তিনি সতর্ক করে বলেন, “যত বেশি নিয়ন্ত্রণ থাকবে, তত বেশি দুর্নীতি বাড়বে। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সবার অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বাজেট চালিয়ে নেওয়ার দরকার ছিল না; অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একটি অন্তর্বর্তী বাজেট দেওয়া।

তার বক্তব্যে স্পষ্ট হয়, রাজনৈতিক মতভেদ স্বাভাবিক হলেও সেগুলো মোকাবিলা যুক্তি ও সংলাপের মাধ্যমে করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল

গাজায় আরও ৩০ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে...

রাশিয়ার গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চেলিয়াবিনস্ক শহরের...

Related Articles

সাতকানিয়ায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শওকত (২৫)...

বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

বিএনপি যদি ক্ষমতায় আসে ঘুমানো, ব্যবসা করা এমনকি সুন্দরী নারীদের রাস্তায় বের...

কক্সবাজারে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

কক্সবাজারের পেকুয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের দুই এজেন্টকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার...

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

বরিশালের এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা...