আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’-এর মাধ্যমে আলোচনায় আসা শেহনাজের রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে আইভি ড্রিপের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন। তার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ‘বিগ বস ১৮’-এর জয়ী করণ বীর মেহরা। তিনি হাসপাতাল থেকে শেহনাজের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শেহনাজ, হাতে স্যালাইন। করণ তাকে হাসানোর চেষ্টা করলে শেহনাজ হেসে বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে শেহনাজের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাতে থাকেন অনেকে। ভক্তদের উদ্দেশে করণ বলেন, সবাই যেন তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।
উল্লেখ্য, শেহনাজ গিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ অভিনয় করেছেন। সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
Leave a comment