গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন রাব্বি ইসলাম নামে এক ট্রাকের হেলপার।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ইসলাম রংপুরের পীরগঞ্জ থানার কাটাদুয়ার এলাকার রইজ উদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, রংপুর থেকে ট্রাকে মাল নিয়ে গাজীপুরে আসেন রাব্বি ইসলাম। একপর্যায়ে গাজীপুর থেকে ফেরার সময় ভোগড়া এলাকায় খাবার খেতে একটি হোটেলে যান। পরে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রাব্বি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment