Home আঞ্চলিক বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু

Share
Share

বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় কুমিল্লার দাউদকান্দির এক পরিবারে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর অমিত সরকার। শুক্রবার (১ আগস্ট) তার মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিহত অমিত সরকার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অমিত বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বিয়ে করতে। বৃহস্পতিবার রাতে ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। রাত ৯টার দিকে বরযাত্রী রওনা দেয়। গৌরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকব্যথা শুরু হয় অমিতের।

দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাতেই ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন। বরযাত্রায় থাকা প্রতিবেশী গুরুপদ সরকার জানান, বরযাত্রার গাড়ি বহরে তিনিও ছিলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বরের গাড়ি থেকে ফোন আসে, ফিরে যেতে বলা হয়। গৌরিপুর হাসপাতালে নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মৃত্যুর খবর পেয়েছেন , তবে কেউ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাটোরে কারখানায় অভিযান চালিয়ে ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে তিনটি দোকান ও কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই),...

যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর মাঝ আকাশ থেকে ফিরে এলো দাম্মামের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইট বিজি-৩৪৯ ঢাকা থেকে...

Related Articles

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ...

লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে

লক্ষ্মীপুরের রামগতিতে, নদীতে থাকা একটি নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন জেলে দগ্ধ...

গাজীপুরে অগ্নিকাণ্ডে চার মাসের শিশুসহ নিহত পুরো পরিবার

গাজীপুরের টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে...

দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে পাশাপাশি কবরে চিরনিদ্রায় মোরশেদা

ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে আনতে ঢাকায় গিয়েছিলেন তার মা, স্ত্রী, সন্তান ও পরিবারের...