Home আন্তর্জাতিক ইউক্রেনে রুশ বোমা হামলা, নিহত ২২
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইউক্রেনে রুশ বোমা হামলা, নিহত ২২

Share
Share

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে এ হামলা চালানো হয়।  নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন কারাবন্দি ও একজন অন্তঃসত্ত্বা নারী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন

এমন একটি সময়ে এ হামলা চালানো হলো, যার এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে ‘১০-১২ দিনের সময়সীমা’ বেঁধে দিয়েছেন। এর আগে রাশিয়াকে এমন শান্তিচুক্তি করার জন্য ৫০ দিন সময় দিয়েছিলেন।

জাপোরিঝিয়া অঞ্চলের মিলিটারি প্রশাসন-প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, এক রাতের মধ্যে তার অঞ্চলে মোট আটটি বিমান হামলা চালানো হয়। সেখানে একটি কারাগারে বিস্ফোরণে ১৬ বন্দি মারা যান ও আহত হন ৩৫ জন। ফেদোরভ এ ঘটনাকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।

জেলেনস্কি জানান, ডনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে নিহত হয়েছেন ৩ জন , যাদের একজন ছিলেন অন্তঃসত্ত্বা নারী।

সিনেলনিকোভে জেলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সেই অঞ্চলের প্রশাসক সের্গি লিসাক জানিয়েছেন । ওডেসা অঞ্চলের ভেলিকা মিখাইলিভকা গ্রামে নিহত হয়েছে ৭৫ বছর বয়সী নারী ও ৬৮ বছর বয়সী একজন পুরুষ আহত হয়েছে। হামলায় একটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মোট ৫৪টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে  রোস্তভ অঞ্চল লক্ষ্য করে ১২টি হামলা চালানো হয়েছিল।
সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই আন্দোলনকে ‘মানি মেকিং মেশিন’ বানানো হয়েছে- উমামা

জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলা হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা মন্তব্য করেছেন। গত রবিবার রাতে তিনি ফেসবুক...

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের একজন লাইফ সাপোর্টে রয়েছে । সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে...

Related Articles

অপুষ্টি-দুর্ভিক্ষে মৃতপ্রায় গাজার শিশুরা

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পাঁচ দিন কাটিয়ে ফিরে সাংবাদিকেরা যা...

চট্টগ্রামে রেললাইনের পাশে দিনমজুরের ছিন্নভিন্ন লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকায় রেললাইনের পাশে ছিন্নভিন্ন...

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এর আগে ফ্রান্স...

ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের, ‘নরম সুরে’ প্রতিক্রিয়া জানালেন নয়াদিল্লি

বুধবার (৩০ জুলাই) ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন...