গাজীপুরের টঙ্গীতে কারখানায় কাজ করতে গিয়ে ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। টঙ্গীর ভাদাম এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শ্রমিক মো. আব্দুল কুদ্দুস (১৯) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রমনা মিস্ত্রি পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। টঙ্গীর ভাদাম ভাকরাল এলাকায় জনৈক আলী আকবরের বাড়িতে ভাড়ায় থেকে তামিশনা গ্রুপের ইটাফিল এক্সেসরিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানে বাইং সহকারী অপারেটর পদে চাকরি করতেন তিনি।
জানা যায়, ৬ মাস ধরে এই কারখানায় চাকরি করতেন কুদ্দুস। ডিউটি করার সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডাইং মেশিনের মুখ খুলে হঠাৎ গরম পানি বের হয়ে কুদ্দুসের শরীর ভিজে যায়। এতে পুরো শরীর ঝলসে যায় তার। সঙ্গে সঙ্গে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৩টা ৫০ মিনিটে মারা যায় এই শ্রমিক। এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নিহতের বোন মোছা. আলো আকতার একটি অপমৃত্যু মামলা করেছেন।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের বোন একটি অপমৃত্যু মামলা করেছেন।
Leave a comment