গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় সম্পন্ন হয়েছে দাফন।
দুজনকে সোমবার রাত ৮টায় গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থানে এবং অপর একজনকে দাফন করা হয় টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
এর আগে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থান থেকে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উত্তোলন করা হয় ইমন তালুকদার ও রমজান কাজীর লাশ। প্রায় একই সময় টুঙ্গিপাড়া পারিবারিক কবরস্থান থেকে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরের উপস্থিতিতে সোহেল রানার লাশ উত্তোলন করে পুলিশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় আদালতের নির্দেশে নিহতদের মধ্যে তিনজনের লাশ কবর থেকে তুলে হাসপাতালে আনা হয়। তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানানো হবে। এর বাইরে এখন কিছু বলা যাচ্ছে না।
Leave a comment