রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফুঁসে উঠেছে । বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা সকাল থেকে রাস্তায় নেমে আসে ।
‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও’—এই স্লোগানে গগনবিদারী চিৎকারে দিয়াবাড়ি এলাকা মুখর হয়ে ওঠে । হাতে প্ল্যাকার্ড, চোখে অশ্রু আর কণ্ঠে ক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা তোলে ছয় দফা দাবি।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. নিহত, আহত ও নিখোঁজদের নির্ভুল তালিকা দ্রুত প্রকাশ।
২. মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসন।
৩. ঘটনাস্থলে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন।
৪. প্রশিক্ষণ বিমানের জন্য ঘনবসতিপূর্ণ এলাকার আকাশ ব্যবহার নিষিদ্ধ করা।
৫. এ ঘটনায় দায়ীদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা।
৬. আহতদের সুচিকিৎসা ও মনোসামাজিক সাপোর্ট নিশ্চিত করা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের ভাই-বোনেরা ক্লাসে বসে ছিল। এক মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তারা। অথচ সরকার বলছে, মাত্র ২৭ জন মারা গেছে। আমরা জানি, নিহতের সংখ্যা শতাধিক। অনেকের লাশই খুঁজে পাওয়া যায়নি। অথচ দেওয়া হয়নি কোনো সঠিক তালিকা।’
দুর্ঘটনার এক দিন পরও শোক, বিভ্রান্তি আর ক্ষোভে বিপর্যস্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফিরে নেমে এসেছে রাস্তায়, প্রতিবাদ জানাতে। অনেক অভিভাবকও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, ‘শিক্ষার্থীদের কান্না আর স্লোগান শুনে বুক ভেঙে যাচ্ছে। এত প্রাণ গেল—তাও জবাবদিহি করছে না কেউ!’
Leave a comment