Home আন্তর্জাতিক বাংলাদেশ বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক প্রকাশ
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

বাংলাদেশ বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক প্রকাশ

Share
Share

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ ‘গভীর শোক’ প্রকাশ করেছে ।

সামজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোকবার্তায় সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় দেশগুলো এই শোক জানায়।

এক্সে দেওয়া এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত ও গভীরভাবে দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছে ভারত এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত আমি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। নিহতদের মধ্যে অনেকেই শিশু। এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক শোকবার্তায় বলেছেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত আমরা। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য গভীর সমবেদনা আমার ।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ইইউ-এর বাংলাদেশের প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে এক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে বলেন, এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও যত্নশীল পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীরতম শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকাহত পরিবার, বন্ধু এবং আহত সকলের প্রতি আমাদের সমবেদনা।

ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ঢাকায় একটি স্কুল ভবনের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। দুর্ঘটনার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম । দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে বিধ্বস্ত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন মাহমুদুল হাসান মামুন নামে এক মাদ্রাসার মুহতামিম। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল...

চট্টগ্রামে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা, আসামিরা দিলেন চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামের মীরসরাইয়ে বৃদ্ধ ফয়েজ আহমেদ হত্যার ২৪ দিন পর ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ স্ত্রীসহ গ্রেফতার করেছে পাঁচজনকে। গ্রেফতারকৃতদের শনিবার (১৯ জুলাই)...

Related Articles

‘ চোখের সামনেই আমার বন্ধু মারা গেল’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান হাসান পরীক্ষা শেষে শ্রেণিকক্ষ থেকে বের...

“দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও কমিটি গঠন”

আব্দুল হামিদ খান সুমেদ (নিজস্ব প্রতিবেদক): বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর ইউনিয়ন এডুকেশন...

চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

সম্পন্ন হয়েছে বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন। মঙ্গলবার (২২...

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের...