Home আন্তর্জাতিক মাঝআকাশে ইঞ্জিনে আগুন, ডেলটা বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক

মাঝআকাশে ইঞ্জিনে আগুন, ডেলটা বিমানের জরুরি অবতরণ

Share
Share

আকাশপথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা অভিমুখে রওনা হওয়া ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণ করেছে। ফ্লাইট নম্বর DL446 বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটি শুক্রবার স্থানীয় সময় সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই বিপর্যয়ে পড়ে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার পরপরই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুনের আলামত দেখতে পান পাইলট ও যাত্রীরা। এ সময় নিচ থেকে ধারণ করা একটি ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পাইলটরা সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

বিমানটি প্রথমে প্রশান্ত মহাসাগরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত চেকলিস্ট শেষ করে ইনল্যান্ডের দিক দিয়ে ঘুরে আসে। ডাউনি ও প্যারামাউন্ট শহরের আকাশপথ অতিক্রম করে বিমানটি পুনরায় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের সময় রানওয়ের পাশে প্রস্তুত ছিল দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা। তাঁরা নিশ্চিত করেন, আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে এবং কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

ডেলটার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাঁ দিকের ইঞ্জিনে সমস্যার আলামত পাওয়ার পরই বিমানটি অবতরণ করে। ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কাজ শুরু করেছে।’

বিমানটি ছিল ২৪ বছর পুরোনো এবং এতে ব্যবহৃত হচ্ছিল দুটি জেনারেল ইলেকট্রিক CF6 ইঞ্জিন।

এ বছরই দ্বিতীয়বারের মতো ডেলটার বিমানে এমন ঘটনা ঘটল। জানুয়ারিতে DL105 নম্বর একটি ফ্লাইটও ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর আটলান্টা থেকে ব্রাজিলগামী যাত্রা বাতিল করে ফিরে আসে।

ভাগ্যক্রমে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি যাত্রী নিরাপত্তা ও ডেলটার রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে সহিংসতায় নিহত পাঁচ, অজ্ঞাত আসামি প্রায় ২২০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে...

২০২৬ বিশ্বকাপে পেনাল্টির নিয়মে আসছে বড় পরিবর্তন

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তনের চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টিতে নেওয়া শট গোলকিপার ফিরিয়ে...

Related Articles

ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই

হিমাচল প্রদেশের শিল্লাই গ্রামের হট্টি জনগোষ্ঠীতে সম্প্রতি ঘটেছে এক ব্যতিক্রমী বিবাহ। প্রদেশের...

৮৭ বছর পর মুক্ত জীবনের মুখ দেখলেন জোসেফ লাইগন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক কারাগার থেকে অবশেষে মুক্তি পেলেন জোসেফ লাইগন। তাঁর বয়স...

ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরর মুখে মরিচের গুরা ছুড়ল ইসরায়েলি সেনারা

গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছেন ইসরায়েলি সেনারা।...

আধুনিক যুগের সবচেয়ে ব্যয়বহুল চুমুর মূল্য কত?

আমেরিকার বোস্টনের ঝলমলে এক সন্ধ্যায় কোল্ডপ্লে কনসার্টে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। মঞ্চে...