Home আন্তর্জাতিক আধুনিক যুগের সবচেয়ে ব্যয়বহুল চুমুর মূল্য কত?
আন্তর্জাতিক

আধুনিক যুগের সবচেয়ে ব্যয়বহুল চুমুর মূল্য কত?

Share
Share

আমেরিকার বোস্টনের ঝলমলে এক সন্ধ্যায় কোল্ডপ্লে কনসার্টে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। মঞ্চে তখন গাইছিলেন ক্রিস মার্টিন। দর্শকদের উচ্ছ্বাস আর আলো-সাউন্ডের জোয়ারে এগোচ্ছিল রাত। আর ঠিক সেই সময়েই এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয় পুরো স্টেডিয়াম।

মঞ্চের বড় স্ক্রিনে ‘কিস ক্যাম’ থেমে গেল এক জুটির ওপর। একদিকে ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’-এর সিইও অ্যান্ডি বাইরন, আর তাঁর বাহুডোরে বাঁধা ছিলেন কোম্পানিরই হেড অব এইচআর, ক্রিস্টিন ক্যাবট। দর্শকদের সামনে সরাসরি সম্প্রচারে ধরা পড়ল তাঁদের একান্ত মুহূর্ত—আলিঙ্গন ও হালকা চুম্বন।

ক্যামেরার দিকে তাকিয়ে দুজনেই হকচকিয়ে যান। অ্যান্ডি মাথা নিচু করে বসে পড়েন রেলিংয়ের ওপর, আর ক্রিস্টিন দু হাতে মুখ ঢেকে রাখেন। হাজারো চোখের সামনে মঞ্চ থেকে ক্রিস মার্টিন বলে উঠলেন, ‘হয় তারা সম্পর্কে আছেন, অথবা তারা খুবই লাজুক!’—সঙ্গে হাসির রোল।

এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বললেন, ‘অফিস রোমান্স ক্যামেরায় ধরা পড়েছে’, কেউ বললেন, ‘এ তো প্রেমের প্রকাশ, এত লজ্জা কেন!’ তবে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে, যখন জানা যায়, অ্যান্ডি বাইরনের স্ত্রী মেগান ক্যারিগান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল থেকে ‘বাইরন’ পদবি মুছে ফেলেছেন।

এরপরই গুঞ্জন শুরু হয়—এ ঘটনা তাদের দাম্পত্য জীবনে চূড়ান্ত বিপর্যয় ডেকে এনেছে। মার্কিন ট্যাবলয়েড ও ডিজিটাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ডিভোর্সের সম্ভাবনার খবর।

অ্যান্ডি বাইরনের মালিকানাধীন কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’-এর বাজারমূল্য প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের আইনে, বিবাহবিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক অংশ দাবি করতে পারেন স্ত্রী। সেক্ষেত্রে এক সন্ধ্যার একটি চুমু হয়তো অ্যান্ডিকে হারাতে বসেছে ৬০০ মিলিয়ন ডলার!

নেটিজেনরা বলছেন, এটি হতে পারে ‘ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চুমু।’ এখন সবাই অপেক্ষা করছে—এই অফিস রোমান্সের গল্প কোন দিকে মোড় নেয়!

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ক্ষমতার অংশীদারদের বিষাক্ত বাক্যেই আন্দোলন দুর্বল হচ্ছে

গণ-অভ্যুত্থানের পথিকৃৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ক্রমেই প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’। তাদের ভাষ্য, অংশীদার রাজনৈতিক শক্তিগুলো একে অপরকে...

ঘৃণার রাজনীতির বিরুদ্ধে জুলাইয়ের বার্তা স্পষ্ট : সাকি

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের এক সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “জুলাই আমাদের স্পষ্ট করে বলে দিয়েছে—এই দেশে...

Related Articles

ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই

হিমাচল প্রদেশের শিল্লাই গ্রামের হট্টি জনগোষ্ঠীতে সম্প্রতি ঘটেছে এক ব্যতিক্রমী বিবাহ। প্রদেশের...

মাঝআকাশে ইঞ্জিনে আগুন, ডেলটা বিমানের জরুরি অবতরণ

আকাশপথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা অভিমুখে রওনা হওয়া ডেলটা এয়ারলাইন্সের একটি...

৮৭ বছর পর মুক্ত জীবনের মুখ দেখলেন জোসেফ লাইগন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক কারাগার থেকে অবশেষে মুক্তি পেলেন জোসেফ লাইগন। তাঁর বয়স...

ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরর মুখে মরিচের গুরা ছুড়ল ইসরায়েলি সেনারা

গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছেন ইসরায়েলি সেনারা।...