ইসরায়েলের নারকীয় তাণ্ডবেগাজায় প্রাণ হারিয়েছে আরও ১১৬ ফিলিস্তিনি। শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো এ হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় আইডিএফনির্বিচারে গুলিবর্ষণ করে। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের।
দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন।
রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ।
আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে নেতানিয়াহু বাহিনী গুলি ছোড়ে । গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা।
অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে রয়েছে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশু।
Leave a comment