গত এক সপ্তাহে সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ২৩৮৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানায়।
এর আগে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত চালানো অভিযানে অবৈধভাবে বসবাসের দায়ে ১৬৬৪৪ জন, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৩৮৯৬ জন এবং শ্রম সম্পর্কিত অপরাধের দায়ে আটক হয়েছেন ৩৩২৫ জন।
এ ছাড়া ১৪৩২ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। তাদের মধ্যে ৬৭ শতাংশ ছিলেন ইথিওপিয়ার নাগরিক, ২৯ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের। এ ছাড়া সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ১৩ জন ব্যক্তি অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছে- যা সৌদি আইনে অপরাধ হিসেবে গণ্য হয়।
বর্তমানে মোট ৩,৯৭৬ জন প্রবাসী- যার মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ৩৬৩০৭ জন পুরুষ ও ৩৬৬৯ জন নারী। এদের মধ্যে ৩২৮২৫ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। দেশে ফেরার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ২৩১১ জনকে এবং ইতোমধ্যে ১০৩৩১ জনকে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে বলে, কেউ যদি অবৈধভাবে কাউকে প্রবেশে সহায়তা করে বা এ ধরনের অপরাধে সাহায্য করে, তা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
এ অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ দশমিক ৬৬ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা।
Leave a comment