Home NCP আজ এনসিপির বিক্ষোভ
NCPজাতীয়রাজনীতি

আজ এনসিপির বিক্ষোভ

Share
Share

বুধবার বিকালে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন । এ সময় হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তিনি।

নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল- “দেশ গড়তে জুলাই পদযাত্রা”- সেই কর্মসূচিতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছি।’

‘তারই ধারাবাহিকতায় বুধবার গোপালগঞ্জে আমাদের কর্মসূচি ছিল। এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করে তারা।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হই, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে।’

‘সেখানে যারা নিরাপত্তাবাহিনী ছিল তাদের ওপরও হামলা চলায় এবং একপর্যায়ে তাদের সহায়তায় সেখান থেকে খুলনায় চলে আসি আমরা।’ এই ঘটনার পর মাদারীপুর ও শরীয়তপুরে এনসিপির বুধবারের পথসভা স্থগিত করা হয়েছে।

গোপালগঞ্জকে ‘ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র’ হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, ‘পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন, তারা ছিলেন গোপালগঞ্জে। খুবই পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে আজ সশস্ত্র হামলা চালিয়েছে তারা ।’

তিনি আরও বলেন, ‘ ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই- এই পরিকল্পিত হামলার জন্য দায়ী যারা, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’

এ সময় নাহিদ জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে- এটিই তাদের চ্যালেঞ্জ। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং যথারীতি চলতে থাকবে পথসভাগুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ এনসিপির বিক্ষোভ

বুধবার বিকালে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে । এনসিপির আহ্বায়ক নাহিদ...

‘সুপারম্যান’ সিনেমায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের ইঙ্গিত?

বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জেমস গান পরিচালিত ডিসি কমিকসভিত্তিক নতুন সিনেমা ‘সুপারম্যান’। তবে ছবির গল্প ও দৃশ্যায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন...

Related Articles

অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য, রাজত্ব চলছে মবোক্রেসির

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ...

‘রিফাইন্ড আওয়ামী লীগের একটি সংস্করণ গতকাল দেখেছে দেশবাসী’: নাহিদ

ফরিদপুরে অনুষ্ঠিত পথসভায় এক ঝাঁঝালো ভাষণে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির...

সুদখোর রাজ্জাকের বিচারের দাবিতে উত্তাল কালীগঞ্জ

এ কে এম কায়সারুল আলম (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুদের কারবারি...

এনসিপির সমাবেশে হামলায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন,...