নড়াইলের কালিয়ায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামের পুকুর থেকে শনিবার (১২ জুলাই) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে শাকিব এবং মানিক তার ভাগ্নে। মানিকের বাবার নাম আরিফুল ইসলাম। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একসঙ্গে শাকিব ও তার ফুফপাতো ভাই মানিক খেলাধূলা করছিল। এসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলাধূলা করতে করতে কোনো একসময় বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরে তারা পড়ে যায়। সন্ধ্যা হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ওই পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুর থেকে আরকেজনের মরদেহ উদ্ধার করেন ৷
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, বাড়ির আঙ্গিনায় খেলা করছিল দুই শিশু। পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a comment