Home জাতীয় অপরাধ শঙ্কামুক্ত চাঁদপুরের সেই খতিব, আদালতে আসামির জবানবন্দী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শঙ্কামুক্ত চাঁদপুরের সেই খতিব, আদালতে আসামির জবানবন্দী

Share
Share

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব এবং নৃশংস হামলার শিকার মাওলানা আ ন ম নূর রহমান মাদানী শঙ্কামুক্ত আছেন বর্তমানে।

তার ছেলে আফনান তাকি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আর নূর রহমান মাদানীকে লক্ষ্য করে হামলা করা বিল্লাল হোসেন ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আদালতে।

চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে শনিবার (১২ জুলাই) বিকেলে তাকে তোলা হলে এ স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন তিনি। চাঁদপুরের কোর্টের পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ ও বাদি পক্ষের আইনজীবী আব্দুল কাদের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার শিকার খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানি (৬০) চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার বাসিন্দা। চাঁদপুরের বিভিন্ন মসজিদে প্রতি শুক্রবার খুতবা দেন তিনি। মহানবী (সা.)-কে অপমান করেছেন— অভিযোগ তুলে গত ১১ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ভিতরেই ধারাল অস্ত্র দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন বিল্লাস হোসেন (৫০) নামের এক ব্যক্তি।

বিল্লাল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন তিনি, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

এর আগে শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমআর নামাজে  মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানী ইমামতি করেন। জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ওই এলাকার ভ্রাম্যমান ব্যবসায়ী বিল্লাল হোসেন ক্ষিপ্ত ছিলেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভিতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালায় বিল্লাল। এতে  খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়। এ ঘটনার অল্প সময়ের মধ্যে হামলাকারী বিল্লাল হোসেনকে  স্থানীয়রা আটক করে সোপর্দ করেন পুলিশের কাছে।

খদিব নূরুর রহমান মাদানিকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চাঁদপুর শহরে ইসলামিক দলগুলো শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এছাড়া শনিবার সকাল থেকেই গুঞ্জন উঠে মসজিদের খতিব মারা গেছেন। তবে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং আগের চেয়ে সুস্থ আছেন।

মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বলেন, ‘আমার বাবার ওপর হামলাকারী ব্যক্তির বিচার দাবি করছি। আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ঢাকা হলি কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি।’

শুক্রবার রাতেই মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বাদি হয়ে বিল্লাল হোসেনের নামে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

চাঁদপুরের কোর্টের পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ বলেন, আসামি তার দোষ স্বীকার  করেছেন। প্রয়োজন তাকে রিমান্ডে আনা হবে।

বাদী পক্ষের অ্যাডভোকেট আব্দুল কাদের খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তার সাথে আরও লোকজন জড়িত আছে। সে আদালতে তার দোষ স্বীকার  করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। সেটি পেন্ডিং আছে। আমরা চাই একটি সুষ্ঠু তদন্ত করা হোক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে...

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৪

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত...

Related Articles

বাগেরহাটে বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় মো. সামিরুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু...

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে রোববার (৯ নভেম্বর) সকালে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায়...

নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, একদিন পর মিলল বৃদ্ধের মরদেহ

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মারা গেছেন আবদুর শুক্কুর...

শেরপুরে ১ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান নামে...