Home শিক্ষা উচ্চ মাধ্যমিক কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Share
Share

বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা বোর্ডের আওতাধীন অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ তথ্য বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

তিনি বলেন, ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এরমধ্যে সবচেয়ে সংকটাপন্ন ফেনী জেলার পরিস্থিতি । পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না- এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে, বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের সই করা একটি বিজ্ঞপ্তিও এরইমধ্যে প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

প্রসঙ্গত, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা রয়েছে। এসব জেলার মধ্যে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলা ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের গুজরাটে সেতু ধসে মৃত্যু হয়েছে ৯ জনের

ভারতের গুজরাটের ভদোদরা জেলার পদরা তালুকায় একটি সেতু ধসে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। বুধবার সকালে এ দুর্ঘটনায় গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ হঠাৎ...

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সৎ বাবা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ সৎ বাবাকে গ্রেফতার করেছে। জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১১টার...

Related Articles

পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী...

৫২ বছর বয়সেও এসএসসি পরীক্ষায় ফেল, তবুও হাল ছাড়বেন না দেলোয়ার

নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে...

এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে র ১৩টি বিদ্যালয়ে পাশ করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৩টি বিদ্যালয়ের কেউই পাশ করতে পারেনি। এসএসসি পরীক্ষায় ১৩টি...

হাত-পা নেই, মুখে লিখে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন লিতুন জিরা

হাত-পা না থাকায় মুখে লিখে এসএসসি পরীক্ষা দেওয়া সেই অদম্য, মেধাবী লিতুন...