Home আন্তর্জাতিক ইতালিতে বিমানের ইঞ্জিনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা , ফ্লাইট স্থগিত
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইতালিতে বিমানের ইঞ্জিনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা , ফ্লাইট স্থগিত

Share
Share

এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ইতালির মিলান শহরের বারগামো বিমানবন্দরে । জানা গেছে, এক ব্যক্তি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বিমানটি যখন উড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তিনি ঝাঁপ দেন বলে জানা গেছে।

ডেইলি মিরর ও ইন্ডিপেন্ডেন্ট ইউকে জানিয়েছে, ঘটনার পর বিমানবন্দরটির সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয় বিমানবন্দরের সব কার্যক্রম। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘ট্যাক্সিওয়েতে একটি সমস্যার কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

স্থানীয় গণমাধ্যম বারগামো নিউজ জানায়, নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর। মিলান বারগামো বিমানবন্দরের যাত্রী বা কর্মী কোনোটাই ছিলেন না তিনি। হঠাৎ করে তিনি গাড়ি চালিয়ে টার্মিনালে ঢুকে পড়েন। পরে গাড়িটি ফেলে রেখেই দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইতালীয় নাগরিক টিকিট ছাড়াই বিমানবন্দরে প্রবেশ করেন এবং রানওয়ের দিকে একটি সংরক্ষিত এলাকায় চলে যান। সেখানে কর্তব্যরত সীমান্ত পুলিশের দুই কর্মকর্তা তাকে থামানোর চেষ্টা করেন। তবে, তিনি তাদের হাত থেকে ছুটে গিয়ে টারমাকে (বিমান চলাচলের স্থান) উঠে পড়েন এবং ‘দুটি টার্বোফ্যান ইঞ্জিনের একটিতে ‘ঝাঁপ দেন’ বলে জানা গেছে।

কম খরচে ফ্লাইট পরিচালনার জন্য মিলানের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি পরিচিত। দুর্ঘটনার পর এটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে বেলা ১২টার দিকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহিপুরে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, লাখ লাখ টাকার সম্পদ লুট

পটুয়াখালীর মহিপুরে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুর ও পূর্ব আলীপুর গ্রামে এই...

যুক্তরাজ্যে আশ্রয় আপিল প্রক্রিয়ায় বড় পরিবর্তনের উদ্যোগ

যুক্তরাজ্য সরকার আশ্রয় প্রার্থীদের আবেদন ও আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। লক্ষ্য হলো হোটেলে অবস্থানরত অভিবাসীদের সংখ্যা কমানো, যাদের অনেকেই বছরের...

Related Articles

সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের

সৌদি আরবে কাজ করার সময় মাথায় কাঁচ পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬)...

চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার...

গাজায় একদিনে নিহত ৮৬ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৮৬...

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের...