ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন ।
হোয়াইট হাউসে বৈঠকের সময় নেতানিয়াহু ট্রাম্পকে এ সংক্রান্ত চিঠি তুলে দেন। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটি বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি মনোনয়ন দিয়েছেন। হোয়াইট হাউসে বৈঠকের শুরুতে নেতানিয়াহু নিজ হাতে মনোনয়নের একটি চিঠি তুলে দেন ট্রাম্পকে।
যদিও নেতানিয়াহুর এই মনোনয়ন যথাযথভাবে গৃহীত হয়েছে কিনা বা নোবেল কমিটি তা বিবেচনায় নিয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই ঘোষণা রাজনৈতিক কৌশল হতে পারে।
পূর্বে ইসরায়েলকে সমর্থন দিয়ে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন , যার মধ্যে অন্যতম ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। এই পদক্ষেপটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল । প্রসঙ্গত, আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় অনন্য অবদানের ভিত্তিতে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন বিবেচনা করা।
Leave a comment