ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ভুয়া ডেন্টাল ডাক্তার মো. নাসির উদ্দিনকে।
সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নাসির উদ্দিন আলফাডাঙ্গা থানার সামনে ‘নাসির ডেন্টাল’ নামে চেম্বার চালিয়ে আসছিলেন। তবে চিকিৎসা সনদ ও নিবন্ধন ছিল না তার এবং চেম্বারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত থেকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাকে।
Leave a comment