চট্টগ্রামের বোয়ালখালীতে দিদারুল আলম (৩৬) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ।
উপজেলার শাকপুরা ইউনিয়নের জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে শনিবার (৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। দিদারুল আলম একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির আবুল কাশেমের ছেলে। শাকপুরা মিলিটারিপুল এলাকায় মুদি দোকান রয়েছে তার।
দিদারুলের ছোট ভাই মাহাবুল আলম বলেন, আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে ২-৩ জন লোক ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তনুজা দে বলেন, দিদারুল নামে আহত একজনকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ।
Leave a comment