পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়ায় চার বছরের মেয়েকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা আমান উল্লাহর বিরুদ্ধে।
উখিয়ার মনখালী এলাকায় শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাবা আমান উল্লাহকে আটক করেছে।
মনখালী ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, সন্ধ্যায় মনখালী এলাকার আমান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী চলে যাওয়ার পর নিজের ৪ বছরের মেয়ে কানিজ ফাতেমা জ্যুতিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তিনি। পরে বাড়ির পাশের মনখালী নদীতে মরদেহ ভাসিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন বাবা।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন । পরে অভিযুক্ত আমান উল্লাহকে পুলিশ বাড়ি থেকে আটক করে। বর্তমানে মরদেহ উখিয়া থানায় রয়েছে।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা করা হবে।
Leave a comment