শিয়া সম্প্রদায়ের মুসলিমরা পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজধানীর চারশ বছরের পুরোনো হোসেনি দালান থেকে রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় এই শোকের মিছিল বের হয়েছে।
আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে তাজিয়া মিছিলটি । হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই পরে এসেছেন কালো পোশাক। এছাড়া অনেকে নিয়ে এসেছেন প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান, বেস্তা ।
মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন ‘আশুরা’। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনার স্মরণে প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।
Leave a comment