নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কে বিরোধের জেরে প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে প্রেমিক সানাউল্লাহ বাদশাকে হত্যার অভিযোগ উঠেছে।
রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় মঙ্গলবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। ডিস ও ইন্টারনেট ব্যবসা করতেন তিনি। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে একই এলাকার সানাউল্লাহ বাদশার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল । বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি।
নিহতের স্বজনরা জানান, সানাউল্লাহ বাদশা মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী সানাউল্লাহ বাদশার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।
পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের তদন্ত চলছে। হত্যার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারে আমাদের পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment