পুলিশ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহমেদ নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতে, হত্যা করা হয়েছে তাকে।
নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে সড়কের পাশ থেকে সোমবার (২৩ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু, নাচোল উপজেলার নাচোল স্টেশন–সংলগ্ন শ্রীরামপুর গ্রামের আবদুল মোত্তালেবের ছেলে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রোববার সকালে নিজের রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজু। ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। ভোরে পারিলা এলাকার একটি ইট বিছানো রাস্তার পাশে স্থানীয় বাসিন্দারা রাজুর গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি মনিরুল আরো বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে হত্যা করা হয়েছে রাজুকে। এ হত্যাকাণ্ড ঘটেছে রোববার রাত ১২টা থেকে আজ ভোর ৪টার মধ্যে। রাজু তার মায়ের সঙ্গে সর্বশেষ মুঠোফোনে কথা বলেছিলেন রাত ১২টার দিকে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
Leave a comment