সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মো. আখলু মিয়া নামে এক বাসচালকের।
উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে নিজ বাড়িতে রোববার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আখলু মিয়া উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
স্থানীয়রা জানান, আখলু মিয়া পেশায় বাসচালক। রোববার সন্ধ্যায় নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a comment