জবি শাখা ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদে র কে বিনামূল্যে পবিত্র কোরআন উপহার দিয়েছে । সংগঠনটি রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৫০০ শিক্ষার্থীকে এ উপহার দেয়।
জানা গেছে, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপি শিক্ষার্থীদের বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কুরাআন সংগ্রহ করতে পারবেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ গ্রহণ করতে পারবে এই উপহার।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, ‘আমাদের কাজের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মধ্যে কোরআন মাজিদ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি।
Leave a comment