জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বগুড়ার শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেফতার করেছে ।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছেন, বগুড়া সদর থানায় আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জ্ঞাত আয় বহির্ভূত
২ কোটি ২৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। মতিন সরকারকে গ্রেফতারের পর বগুড়ায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
Leave a comment