ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের দেওয়া অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ছেলেকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় মঙ্গলবার রাতে কসবা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত মো. রাকিব মিয়া দক্ষিণ কসবা এলাকার শহিদ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কসবার ইউএনও মো. ছামিউল ইসলাম জানান, রাকিব মাদক সেবনের জন্য নিয়মিত টাকা না দিলে প্রতিনিয়ত মারধর করে তার মাকে। মাদকাসক্ত ছেলের মার খেতে খেতে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ দেন মা।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় রাকিবকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয় তাকে । সে নিজেও মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে।
এ সময় উপস্থিত ছিল কসবা থানা পুলিশ। ইউএনও ছামিউল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment