মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে, নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সানজিদা আক্তার স্মৃতিকে (১৭) হত্যার পর ঘরের দরজা-জানালা বন্ধ করে পালিয়ে গেছেন স্বামী সিফাত।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সিফাত।
স্থানীয়রা জানান, গৃহবধূ সানজিদা আক্তার স্মৃতির সঙ্গে সিফাতের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত তিন মাস আগে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা কারণে দাম্পত্য কলহ লেগে থাকতো।
এরই মধ্যে মঙ্গলবার সকালে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায় স্বামী সিফাত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে বাড়িতে আসেন তার চাচি। দরজা ভেতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকতে দেখে স্মৃতির মরদেহ। সেই সঙ্গে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।
Leave a comment