Home আঞ্চলিক ‘মরুর জাহাজের’ দেখা মিলেছে চট্টগ্রামের হাটে
আঞ্চলিকইসলামচট্টগ্রামজাতীয়ধর্ম ও জীবন

‘মরুর জাহাজের’ দেখা মিলেছে চট্টগ্রামের হাটে

Share
Share

এবার চট্টগ্রাম দক্ষিণ জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ‘মইজ্জ্যারটেক বাজারে’ প্রথমবারের মতো মরুর জাহাজ’খ্যাত উটের দেখা মিলল । ঈদুল আজহাকে ঘিরে তিনটি বিশাল আকৃতির উট হাটে উঠেছে, যার প্রত্যেকটির দাম হাঁকা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত।

স্থানীয়রা জানিয়েছেন, উট কেনার চেয়ে দেখার আগ্রহই বেশি। অনেকেই দূর-দূরান্ত থেকে শুধুমাত্র উট দেখতে এসেছেন । হাট সংশ্লিষ্টদের ভাষ্য, উট শুধু একটি প্রাণী নয়, বরং এটি একটি ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজড়িত উট নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রয়েছে এক বিশেষ অনুভূতি।

একাধিক বিক্রেতার দাবি, ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে উটগুলো । সরকারি নিষেধাজ্ঞার কারণে সরাসরি বিদেশ থেকে আমদানি করা সম্ভব হয়নি। ফলে সীমান্তবর্তী যশোরের বেনাপোল হয়ে ঢুকেছে এসব উট ।

উটবিক্রেতা মন্টু হোসেন জানান, এবার তিনটি উট এনেছি মইজ্জ্যারটেক গরুর বাজারে । সঙ্গে ২৬টি বড় গরু ও ৬টি মহিষ আছে। উটগুলোর দাম ৩৫ লাখ টাকা । রাজস্থান নয়, এগুলো যশোরের বেনাপোল থেকে এনেছি। তবে ক্রেতার চেয়ে দর্শণার্থী বেশি।

জসিম উদ্দিন জুয়েল (বাজারের ইজারাদার ) বলেন, এবার মইজ্জ্যারটেক পশুর হাটে প্রথমবারের মতো তিনটি উট উঠেছে। যশোর থেকে আনা এসব উটের দাম ২৫-৩৫ লাখ টাকার মধ্যে ধরা হয়েছে। এদিকে পশুর হাটে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন।

মুহাম্মদ শরীফ ( কর্ণফুলী থানার ওসি) জানিয়েছেন, কোথাও ইজারা ছাড়া গরুর হাট বসাতে দেওয়া হবে না। এরই মধ্যে নগরের কয়েকটি অস্থায়ী হাট উচ্ছেদ করা হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের লেনদেনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
তথ্যসূত্র: সময়ের আলো

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় শোধনাগারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা...

পাকিস্তানে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭ জনে দাঁড়িয়েছে

পাকিস্তানে জুন মাস থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে। নিহতদের মধ্যে ৩২৫ জনই প্রাণ হারিয়েছেন...

Related Articles

গুম-খুনে দায়ী বাহিনী বিলুপ্তির দাবি ‘মায়ের ডাক’-এর

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত নিরাপত্তা বাহিনী বিলুপ্তি বা পুনর্গঠনসহ ১১ দফা...

সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও...

মৃত্যুবার্ষিকীতে তারকাদের স্মরণে নায়করাজ রাজ্জাক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও দর্শকদের হৃদয়ের নায়ক আব্দুর রাজ্জাক। সবার কাছে...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,...