Home জাতীয় অপরাধ আপন ভাইকে হত্যা: ৪ ভাই, ২ ভাবিসহ ৮ জনের ফাঁসির আদেশ
অপরাধআইন-বিচারজাতীয়

আপন ভাইকে হত্যা: ৪ ভাই, ২ ভাবিসহ ৮ জনের ফাঁসির আদেশ

Share
Share

সিলেট জেলার ওসমানী নগর উপজেলার মাসুক মিয়াকে হত্যার দায়ে তার ৪ ভাই ও দুই ভাবিসহ ৮ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ২৬ মে) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

মাসুক মিয়া (৩৫) ওসমানীনগর উপজেলার গুপ্তপাড়া গ্রামের শেখ মদরিছ আলীর ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন বিকেলে মাসুক মিয়া বাড়ি থেকে গোয়ালাবাজারের উদ্দেশে বের হয়েছিলেন। পরদিন দাসপাড়ায় ধানক্ষেতে তার ক্ষতবিক্ষত লাশ দেখে এলাকায় মাইকিং করা হয়। সংবাদ পেয়ে মাসুকের ভাই আলফু ও শেখ তোতা লাশ শনাক্ত করেন।

পরে আলফু মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেন। তবে মামলার তদন্ত করতে গিয়ে ওসমানীনগর থানার তৎকালীন পরিদর্শক এসএম মাঈন উদ্দিনের সন্দেহ হয়। তিনি মাসুকের ভাই আলফু, পংকী ও তোতাকে আটক করেন।

পরে ওসমানীনগর থানার এসআই মমিনুল আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্তি পিপি আল আসলাম মুমিন জানান, ভাইদের কাছে বিদেশ থেকে টাকা পাঠাতেন মাসুক। সেই টাকায় কেনা জমি তার নামে লিখে দিতে বললে বিরোধ দেখা দেয় এবং তারই জের ধরে পরিকল্পিতভাবে মাসুক কে হত্যা করা হয়।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- মাসুকের ৪ ভাই শেখ আলফু মিয়া (৪১), শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩), ভাবি শেখ পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম, লেবু মিয়ার স্ত্রী শেখ আনোয়ারা বেগম (৪৮), একই গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) ও গ্রামতলা দাসপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)।

দিপু মিয়া ছাড়া সবাই রায় ঘোষণাকালে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো: সোহেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত হয়েছে পাইলট

ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন একজন পাইলট । জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন নিহত ব্যক্তি। স্থানীয় সময় বুধবার (৯...

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়েছে পুকুরে , নিহত ২ 

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত ও আহত হয়েছেন ২০ জন । পীরগাছা উপজেলার দেউতি বেলতলা...

Related Articles

গাইবান্ধায় ‘কচু তোলা’ ও ‘আম পাড়া’ নিয়ে দুই খুন

গাইবান্ধার দুটি উপজেলায় পারিবারিক বিরোধ থেকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন নিহত...

বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছু না পেয়ে কাঠমান্ডু গেল উড়োজাহাজ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে...

পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যাকাণ্ড: নিরাপত্তাহীনতার শঙ্কায় বাংলাদেশ

  রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে কংক্রিট বোল্ডার দিয়ে মাথা থেঁতলে মো....

পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী...