Home আন্তর্জাতিক হজে গিয়ে তীব্র গরমে মৃত্যু হয়েছে দশ বাংলাদেশির।
আন্তর্জাতিকজাতীয়

হজে গিয়ে তীব্র গরমে মৃত্যু হয়েছে দশ বাংলাদেশির।

Share
Share

চলতি বছরে সৌদি আরবের মক্কা ও মদিনায় হজে গিয়ে মৃত্যু হয়েছে ১০ জন বাংলাদেশির। প্রখর তাপ ও তীব্র গরমেই এ অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বলে জানানো হয়েছে।

সোমবার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের ‘হজ ব্যবস্থাপনা পোর্টালে’ মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন।

পোর্টাল সূত্রে জানা গেছে , সর্বশেষ ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন (৬৯)।

পোর্টালের বরাতে, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) মারা যান ৯ মে ।

এ ছাড়া, ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩)।

প্রসঙ্গত , সৌদি আরবের হজ সংক্রান্ত আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে মারা যান, তার লাশ নিজ দেশে ফেরত পাঠানো হয় না। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়।

হজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ে প্রত্যেক হজযাত্রী আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করে থাকেন। ওই আবেদনপত্রে তারা অঙ্গীকার করেন বা সম্মতি দেন, যদি সৌদি আরবের ভূমি বা আকাশে তার মৃত্যু হয় তবে সৌদি আরবে তাকে দাফন করা হবে। পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলের বর্বর হামলায় মৃত্যু হয়েছে আরও ৬৪ ফিলিস্তিনির

শনিবার (০৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে আরও ৬৪ ফিলিস্তিনির। সেখানকার হাসপাতাল সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য...

দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা, হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেন

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা চুক্তিতে খুন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত...

Related Articles

যুক্তরাষ্ট্রের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০৪ জনে পৌঁছেছে ।...

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত হয়েছে ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ...

ইরাকে বিশেষ অভিযানে নিহত হয়েছে ১২ তুর্কি সেনা

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকে একটি গুহায় অনুসন্ধান অভিযানের সময় মিথেন...

নারায়নগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় আদালত সাবেক...