বিছানার ওপর পড়ে ছিল এক নারীর রক্তাক্ত নিথর দেহ । পাশেই কাঁদছিল তাঁর আট মাসের শিশু। কান্নার শব্দে প্রতিবেশীরা ঘরের ভেতর গিয়ে দেখতে পান লাশ।
পোশাক কারখানার শ্রমিক আকলিমা আক্তারকে হত্যার পর তাঁর স্বামী আদনান ইসলাম বিছানায় লাশ ফেলে রেখে পালিয়ে যায় ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের আদনান, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এ বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আদনান পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জানা যায়, পারিবারিকভাবে ১২-১৩ বছর আগে আদনান বিয়ে করেন মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের সমার আলীর মেয়ে আকলিমাকে। আকলিমা আবদার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন ।
তাঁকে হত্যা করে আদনান পালিয়ে গেলে, মায়ের রক্তাক্ত মরদেহের পাশে বসে কাঁদছিল শিশুকন্যা ছোঁয়া আক্তার। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়।
লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ মর্গে পাঠানো হয়েছে, বলে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানিয়েছে ।
Leave a comment