বান্দরবানে বাসের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় মঙ্গলবার (২০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪৩)। অবসরপ্রাপ্ত সেনা সদস্য তিনি। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্য রেজাউল করিম মোটরসাইকেল যোগে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘলা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে গুরুত্বর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ছরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য । ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a comment