কবর তৈরির কারিগর মনু মিয়া। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।
কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই মনু মিয়া খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে লাল রঙের ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। তবে সেই ঘোড়াটি আর জীবিত নেই। দুষ্কৃতকারীরা হত্যা করেছে ঘোড়াটিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই মর্মান্তিক ঘটনাটি নজরে এসেছিলো দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। সোমবার (১৯ মে) সকালে অভিনেতা, মনুমিয়াকে নিয়ে করা একটি তথ্যচিত্র শেয়ার করেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যচিত্রর ক্যাপশনে খায়রুল বাসার লিখেন , মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব।
পরবর্তীতে খোঁজ পেয়ে সোমবার রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার। দীর্ঘক্ষণ কথাও বলেন তার সঙ্গে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মনু মিয়াকে নায়ক বলে সম্বোধন করেছেন বাসার।
খায়রুল বাসার লিখেছেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগিরেই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’
Leave a comment