Home আন্তর্জাতিক সুদানে আরএসএফ-এর বর্ব’র হা’মলায়  নি’হত হয়েছে ৩০০ বেসামরিক নাগরিক ।
আন্তর্জাতিক

সুদানে আরএসএফ-এর বর্ব’র হা’মলায়  নি’হত হয়েছে ৩০০ বেসামরিক নাগরিক ।

Share
Share

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের আল-নাহুদ শহরে দেশের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)–এর হাতে অন্তত ৩০০ জন নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এ হামলাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় “মানবতাবিরোধী অপরাধ” ও “গণহত্যা” হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক নীরবতা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে তারা।

শনিবার (৩ মে) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গত দুই দিনের অভিযানে আরএসএফ (RSF) আল-নাহুদ শহরে সাধারণ মানুষের উপর এক নারকীয় গণহত্যা চালিয়েছে। আরএসএফ যদিও এই অভিযোগ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে তারা দাবি করেছে—দক্ষিণ সুদানের আল-নাহুদ শহরের পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েই শহরের নিয়ন্ত্রণও তারা দখল করেছে। শহর দখলের এই পালাক্রমিক ঘটনায় নতুন করে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এসব জায়গা এতদিন সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, আরএসএফ আল-নাহুদ শহরে সেনাবাহিনীর ১৮তম পদাতিক ব্রিগেডের সদর দপ্তরও দখল করে নিয়েছে। মূলত ২০২৪ সালের জুলাই মাসে এল-ফুলা দখলের পর থেকেই আরএসএফের দখলদারি বেড়েছে পশ্চিম কর্দোফানে। এই শহরকে তারা অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরএসএফ-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে । তারা অভিযোগ করেছে, বিশ্ব সম্প্রদায়ের “নম্র ও উদাসীন মনোভাব” এই বর্বরতার পথকে আরও প্রশস্ত করছে।

উল্লেখ্য, সুদানে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মার্কিন গবেষকরা।  জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে

আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে । শনিবার মদিনায় বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

Related Articles

মিয়ানমারে স্কুলে জান্তা হামলা, শিশুসহ নিহত হয়েছে ২২ জন

সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের একটি স্কুলে ২০ জন শিশু ও...

জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় গাজা

ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা । জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে জানানো...

সন্তানকে উদ্দেশ্য করে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের হৃদয়বিদারক চিঠি

পৃথিবীতে এসেছে প্রথম সন্তান, কিন্তু সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার সৌভাগ্য হয়নি মাহমুদ...

আজ বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা হবে।

আজ মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা ঢাকায়...